আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই পরীক্ষার্থীর নাম সঙ্গীতা দাস। সে ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাইস্কুলের ছাত্রী। বাড়ি ডেবরা ব্লকের কাজীচক গ্রামে।
অসুস্থ ওই ছাত্রীর পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত থেকে তার ১৪ বার বমি হয়েছে। আজ সে পরীক্ষা কক্ষে বসার পরেই অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পাশাপাশি হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দেয় বলে সঙ্গীতার স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল ও পরিবার সূত্রে জানাগেছে।