আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: মেদিনীপুরের মির্জা মহল্লায় উরুষ উৎসবে যোগ দিয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার সময় ফিরোজা বেগম নামে এক বৃদ্ধা পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে বাংলাদেশ থেকে আসা বিশেষ ট্রেনে তার দেশে ফেরা সম্ভব হয়নি। মঙ্গলবার রাতে ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
চিকিত্সকরা জানিয়েছেন, ফিরোজা বিবিকে এখনই ছুটি দেওয়া যাবে না। এজন্য তার সঙ্গে থেকে গেছেন তার ছেলে। তবে অসুস্থ ফিরোজা বিবি বেড না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সৌজন্যতাবোধ নিয়ে প্রশ্ন তুলেছে টাউন মুসলিম কমিটি। কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ বলেন, একজন অসুস্থ বাংলাদেশি তীর্থযাত্রীর মেদিনীপুর হাসপাতালে বেড না পাওয়ার ঘটনাটি খুবই লজ্জার। আমরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে দাবি জানিয়েছি যাতে ওই বৃদ্ধা চিকিত্সা পরিষেবা ঠিকঠাক পান এবং পুরোপুরি সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারেন। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে বাংলাদেশের একটি বিশেষ ট্রেন সেদেশের দু হাজার দুশো উনিশ জন পুণ্যার্থীকে মেদিনীপুরে উরুষ উৎসবে যোগ দেওয়ার জন্য নিয়ে আসে। মঙ্গলবার রাতে ট্রেনটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।