করোনা ত্রাণ তহবিলে ৮৭০০০ টাকা দিল শ্যামসুন্দর পাটনা স্কুল

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ মে: করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া-১ নং ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের অনুদানে সংগৃহীত ৮৭০০০ টাকা বিদ্যালয়ের স্টাফের পক্ষ থেকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারি প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত, স্টাফ কাউন্সিল সম্পাদক সুব্রত চক্রবর্তী, শিক্ষক তুহিন মহাপাত্র ও শিক্ষিকা পূজা দাস প্রতিনিধিত্ব মূলক ভাবে পাঁশকুড়া -১ নং ব্লক অফিসে গিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক ধেনুদুপ ভুটিয়ার হাতে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে সবার একদিনের বেতন মোট ৮৭০০০ টাকার একটি ডিমান্ড ড্রাফট তুলে দেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে এও জানানো হয়, শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে বিদ্যালয় পাশ্ববর্তী এলাকায় সাধ্যমত ত্রাণ বিলি করা হয়েছে। বিদ্যালয় খুললে ছাত্র ছাত্রীদের হাতে আরো কিছু প্রয়োজনীয় সামগ্রী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে তুলে দেওয়ার চেষ্টা করা হবে জানন, প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা। এছাড়া শুভঙ্কর বাবু জানান, ইতিমধ্যেই গৃহবন্দি ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ের উদ্যোগে ই-ক্লাস চালু হয়েছে। বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক “শিক্ষারত্ন” গৌতম বোস এই ই-ক্লাস উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *