ডেবরা ব্লকে উঠছে শুভেন্দুর ফ্লেক্স! এখন দলের পদ কেনা যায়, অভিযোগ তৃণমূল নেতার

জে মাহাতো, মেদিনীপুর, ১০ ডিসেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য ব্লকের মত ডেবরা ব্লকেও উঠতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স l এখানকার প্রবীণ তৃণমূল নেতার নেতৃত্বে ডেবরা বাজার এলাকায় সেইসব ফ্লেক লাগানো হচ্ছেl তৃণমূলের এই প্রবীণ নেতা সোমবার মুখ্যমন্ত্রীর জনসভায় যাননিl উল্টে তিনি অভিযোগ করেন, অঙ্গনওয়াড়ি ও স্বসহায়ক দলের সদস্যদের জোর করে নিয়ে যাওয়া হয়েছিলl

শুভেন্দু অনুগামী এই নেতা অশোক বরম বলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজনার বাড়ি ইত্যাদি সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দলনেত্রীর সভায় মানুষদের নিয়ে যাওয়া হয়েছিলl তিনি বলেন, তৃণমূল নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ডেবরার মানুষl কারণ গত কয়েকবছরে তৃণমূল নেতারা প্রাসাদ বানিয়ে ফেলেছেন। অশোক বরম ডেবরা ব্লক তৃণমূলের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতl মঙ্গল ও বুধবার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ফ্লেক্স টাঙানো হয়েছেl জানা গেছে, দাদার অনুগামী লিখে ওইসব ফ্লেক্স লাগিয়েছেন এই প্রবীণ তৃণমূল নেতা অশোক বরম ও তাঁর সঙ্গীরাl

বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আটানব্বই সাল থেকে তিনি দিদির সঙ্গে রয়েছেনl ডেবরা ব্লকে তৃণমূলের প্রতিষ্ঠার জন্য চারবার আক্রান্ত হয়েছেনl এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসতেই  আমাদের গুরুত্ব কমে যায় l যারা পরে দলে এসেছে তারাই আজ দলকে খাদের কিনারায় দাঁড় করিয়েছেনl গত ২১ জুলাই পর্যন্ত অঞ্চলের সভাপতি ছিলামl কিন্তু এখন তো পদ কিনতে পাওয়া যায়l এজন্য এখন দলের পাশে মানুষ নেইl ডেবরা ব্লকে হাজার হাজার সমর্থক তাকিয়ে রয়েছেন দাদার দিকেl তিনি যে পথ দেখাবেন সেই পথেই যাবেন তারাl

জানা গেছে, ডেবরা ব্লকে বিধায়ক সেলিমা খাতুন, পুরনো তৃণমূল নেতা অলক আচার্য এবং ব্লক সভাপতি রাধাকান্ত মাইতির আলাদা আলাদা গোষ্ঠী রয়েছেl গত লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করার পর এখন দাদার অনুগামীরা মাথা তুলতে শুরু করায় তৃণমূল বেশ বেকায়দায় পড়েছে বলে দলেরই একটি সূত্র থেকে জানা গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *