তোলামূল হটিয়ে নতুন পশ্চিমবঙ্গ সরকার গড়ার ডাক শুভেন্দুর

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ জানুয়ারি: তোলামূল হটিয়ে নতুন পশ্চিমবঙ্গ সরকার গড়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিকেলে বড়জোড়া স্কুল ময়দানে এক সভায় তৃণমূলকে তোলামূল আখ্যা দিয়ে এই ডাক দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, বাঁকুড়ার বিধায়ক ও সাংসদদের কেন্দ্রীয় সরকার যে দেহ রক্ষী দিয়েছে সেই কেন্দ্রীয় সেনাদের পাশে দাঁড় করিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের কর্মীদের নমিনেশন দেওয়ার ব্যবস্থা করবেন। কর্মীদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, আমাদের এমন একটা আদর্শের জন্য লড়াই করতে হবে যে লড়াইয়ে পশ্চিমবঙ্গে গঠিত হবে রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার। তাই মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা রেখে মানুষের কাছে বলতে হবে, “চোর হাটাও, তোলামূল হাটাও, নতুন সরকারের পশ্চিমবঙ্গ আনো।”

বিগত পঞ্চায়েত নির্বাচনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় আমাদের নমিনেশন করতে দেয়নি তোলামূল গুন্ডারা। এদিন দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, এই জেলায় আমাদের দলের মন্ত্রী সহ ২ জন সাংসদ রয়েছেন। রয়েছেন ৬ জন বিধায়ক। প্রত্যেকের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। এক এক দিন একেকটা বিডিও অফিসে গিয়ে আমাদের মন্ত্রী সাংসদ ও বিধায়করা দাঁড়িয়ে থাকবেন। তাদের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিছু বেগড়বাই করলে তোলামূলের দুষ্কৃতিরা বুঝতে পারবে কত ধানে কত চাল। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষের উন্নয়ন করা যায়। কিন্তু তৃণমূল তা না করে নিজেদের উন্নয়ন করেছে। তাই অপাদের ঘরে কাঁড়িকাঁড়ি টাকা বের হয়। তাই পঞ্চায়েত দখল করতে আপনারা বুথগুলো রেডি রাখবেন তো? বুথ গুলোকে দুর্গ তৈরি করবেন। এবারের লড়াই ডু অর ডাই। ভোটের দিন যদি চটি পরা পুলিশ এসে ব্যালট বাক্স ধরে তৃণমূলীদের সাহায্য করে তাহলে ছাড়বেন না। বক্স ধরবেন আর পুকুরে ফেলবেন। বুঝবেন তোমারও নাই আমারও নাই।

শুভেন্দুর আগে বক্তব্য রাখেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এদিনও নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সাথে তুলনা টেনে বলেন, ভারতবাসী যেমন যুগ নায়কের কথা চিরদিন স্মরণ করবেন তেমনি নরেন্দ্র মোদীকেও আগামী ৫০ বছর ১০০ বছর পরেও বাড়িতে পুজো করবেন। সৌমিত্র বলেন, এখানের বিধায়ক অলক মুখার্জি তার দলনেত্রীর কাছে বড়জোড়ার উড়ালপুলের দাবি করেছিলেন। ওনার দিদি ধমক দিয়ে বলেছিলেন অনেক দিয়েছি সব তো লুটেপুটে খেয়েছিস। আর কিছু পাবিনা। সৌমিত্র বলেন, বিজেপি পঞ্চায়েতে এলে বড়জোড়া তথা গোটা উত্তর বাঁকুড়ার শিল্পাঞ্চলের যানজটের সমস্যা মেটাতে এখানের উড়ালপুল করবে। মানাচর গুলিকে নিয়ে আলাদা পঞ্চায়েত গঠিত করব আমরা। সেইসঙ্গে বেলিয়াতোড়কে আলাদা ব্লক তৈরি করা হবে।

এপ্রসঙ্গে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন, শুভেন্দু নিজের আয়নায় যদি একবার নিজের মুখটা দেখেন তাহলে নিজের ভেকধারী রূপটা দেখতে পাবেন। সৌমিত্র খাঁকে পাগল বলে কটাক্ষ করে অলক মুখার্জি বলেন, স্বামী বিবেকানন্দ ওনাকে যেন ক্ষমা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *