আমাদের ভারত, ৫ জানুয়ারি: শুক্রবার সন্দেশখালি-কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে শেখ শাহজাহানের সবচেয়ে ছোট ভাই-সহ তিন পালের গোদার নাম ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তিন জনের ছবিও দাখিল করেছেন এক্স হ্যান্ডেলে।
শুভেন্দুবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন, যে চরমপন্থীরা আজ উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালিতে ইডি আধিকারিক, সিআরপিএফ জওয়ান এবং সাংবাদিকদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছিল, তারা হল শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর (সবচেয়ে ছোট) ও শেখ সিরাজুদ্দিন এবং কুখ্যাত অস্ত্র চোরাচালানকারী, খুনি ও বর্তমানে সরবেড়িয়া-আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস ও উৎসাহের কারণে শেখ শাহজাহানের মতো অপরাধীরা রোহিঙ্গাদের একত্রিত করে তার দোসর হিসেবে কাজ করিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এনআইএ-এর উচিত অবিলম্বে এই সমস্ত দেশবিরোধী শক্তিকে শাস্তি দেওয়া।

এনআইএ তদন্ত দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত।” তিনি ঘটনার ছবি এবং ভিডিয়ো-সহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ সন্দেশখালিতে উত্তর ২৪ পরগনা জেলার টিএমসি নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর সময় ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর নৃশংস হামলা। আমার সন্দেহ করি এই জাতীয়তা বিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা রয়েছে। আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং সিআরপি-র অধিকর্তাকে অনুরোধ করছি এই গুরুতর পরিস্থিতির বিবেচনা করে এই নৈরাজ্যকে দমন করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে। এনআইএ-রও বিষয়টি তদন্ত করা উচিত।


