“প্রতিটি মানুষের সঙ্গে সংযোগ রেখে তাদের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে”, কালিয়াগঞ্জে দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ ডিসেম্বর: এই প্রথমবার কালিয়াগঞ্জ বিধানসভার দখল নিল তৃণমূল। কালিয়াগঞ্জের মানুষের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। তাই বিধানসভার বাসিন্দাদের নতমস্তকে প্রণাম জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জবাসীকে তিনি বলেন, এখানে এমন উন্নয়ন হবে যা রাজ্যের কাছে মডেল হয়ে থাকবে। বিজেপির অহংকার ও ঔদ্ধত্য কালিয়াগঞ্জের মানুষ ভেঙ্গে দিয়েছে। মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহ জয়ী হওয়ার পর শহরের নাটমন্দিরের মাঠে বিজয়সভায় এমনই কথা বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল।

লোকসভা ভোটে বিজেপির থেকে প্রায় ৫৭ হাজার ভোটে পিছিয়ে থেকে মাত্র ছ’মাসের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ জয়ী হয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। এত ভোটে লিড থাকার পরেও বিজেপি এই উপনির্বাচনে তাদের জয় নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীকে এনেও গড় রক্ষা করতে পারেনি বিজেপি। কালিয়াগঞ্জের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। এই জয় কালিয়াগঞ্জবাসীর জয়।

দলের কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিটি মানুষের সাথে সংযোগ রেখে তাদের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জের নব নির্বাচিত বিধায়ক তপন দেব সিংহের এলাকার উন্নয়নের গ্যারান্টার হিসেবে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাঁরা আমাদের ভোট দেননি বা যারা এখনও বিজেপি করছেন তাদেত শত্রু না ভেবে বন্ধু ভেবে তাদের কাছে যাওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *