আমাদের ভারত, খড়গ্রাম, ৮ নভেম্বর:
শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে স্মরনসভা করা হল প্রয়াত জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষের উদ্দেশ্যে। রবিবার দুপুরে খড়গ্রাম থানার মাড়গ্রাম হাইমাদ্রাসা মাঠে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কান্দির তৃণমূল নেতা গৌতম রায়, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, ও সহ- সভাধিপতি বৈদ্যনাথ দাস। মুর্শিদাবাদ জেলা পরিষদের ৪৫জন সদস্যরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান সহ জেলা তৃণমূলের একাংশ। সভায় শুভেন্দু অধিকারী মফিজ উদ্দিন মন্ডলের কাজের প্রশংসা করেন এবং সেইসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের অনুপস্থিতির প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি মফিজ উদ্দিনের এই স্মরণসভায় তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। শুভেন্দু অধিকারীর উপস্থিতি সত্ত্বেও জেলার শীর্ষ নেতৃত্বের দেখা মেলেনি । এমনকি খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিতও স্মরণ সভায় উপস্থিত ছিলেন না। স্মরণ সভাতে দলীয় ব্যানারও লক্ষ্য করা যায়নি।