অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ৬ ডিসেম্বর: প্রাক্তন রোম সম্রাট নিরোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “রোম পুড়ে যাওয়ার সময় নিরো বেহালা বাজাচ্ছিলেন! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন দু’নম্বর নিরো। পশ্চিমবঙ্গ যখন প্রচণ্ড আর্থিক বোঝা এবং সীমাহীন দুর্নীতির মধ্যে নিমজ্জিত হচ্ছে, তিনি নাচছেন।
প্রসঙ্গত, রোম সাম্রাজ্যের অধিপতিদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট নিরো, যিনি ‘রোম ধ্বংস হয়ে যাওয়ার সময় বাঁশি বাজানোর (নির্লিপ্ত অর্থে) জন্য কুখ্যাত’। বাংলায় ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’ প্রবাদটি যে ইংরেজি প্রবাদের অনুবাদ, সেখানে মূলত বাঁশি নয়, বেহালার কথা বলা হয়েছিল।

