শুভেন্দুবাবু কে ঠিক করতে হবে উনি কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না দেশের মানুষের সেবা করবেন : সায়ন্তন বসু

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ নভেম্বর : ওনাদের দলের বিষয় আমাদের বলা ঠিক নয় তবে মুসল পর্ব চলছে। এই মুসল পর্বের শেষে কি হবে তা ভবিষ্যত বলবে। কালীঘাট প্রাইভেট লিমিটেডে যারা কাজ করেন তাদের মান সম্মান থাকে না। মান সম্মানটা ওখানে বিকিয়ে কাজ করতে হয়। শুভেন্দু বাবুকে সিদ্ধান্ত নিতে হবে কালিঘাট প্রাইভেট লিমিটেডের গৃহভৃত্য থাকবেন না সত্যি কারের পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবেন। সেটা ওনার ব্যাপার ওনাদের সিদ্ধান্ত নিতে হবে। এদিন ১৩/১২/২০১৯ সালের খেজুরি থানার একটি পুরোনো মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে এসে ওপরের কথাগুলি বলেছেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।
তিনি বলেছেন, আমাদের বক্তব্য পরিষ্কার বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলার অত্যাচারী সরকার কে পরাজিত করার জন্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য, কাটমানি সংস্কৃতি বন্ধ করার জন্য, তৃণমূল সরকার তথা কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পরাস্ত করতে হবে।
সায়ন্তন বসু পরিষ্কার ভাষায় জানান, আমাদের দলে যারা আসবেন তাদের সবাইকে স্বাগত। ব্যাক্তি শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। কিন্তু আবার বলছি যারা যারা আসতে চায় সবাইকেই আমরা স্বাগতম জানাচ্ছি।
গতকাল নন্দীগ্রামের গোকুল নগরে ভূমি উচ্ছেদ কমিটির শহীদ স্মরণে আয়োজিত শুভেন্দু অধিকারীর সভার পর তৃণমূলের ব্যানারে পাল্টা সভা হয় হাজরাকাটাতে ফিরহাদ হাকিমের নেতৃত্বে। এই পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান রাজনীতির জল কোন দিকে গড়ায় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং জেলার তৃণমূল দলের বাকি নেতারা অধিকারী পরিবারের সঙ্গে থাকেন না রাজ্যের শাসকদলের সঙ্গে থাকেন সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *