ঝাড়গ্রামের মহাপালে ধাক্কা খেল শুভেন্দু অধিকারীর প্রথম সভা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: জঙ্গলমহলে ধাক্কা খেলো শুভেন্দু অধিকারীর সভা। মাত্র হাজার বারোশো লোকের মাঝখানে কোনও রকমে বক্তব্য রেখে সেখান থেকে কাঁথির উদ্দেশ্যে চলে যান শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদান করার পর এটাই প্রথম জঙ্গলমহলে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর একসাথে সভা ছিল। অথচ সভায় লোক ছিল উল্লেখযোগ্য ভাবে কম। রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের মহাপালে এই সভার আয়োজন করা হয়েছিল। যোগদান মেলা নামকরণ হলেও সে অর্থে যোগদান হয়নি বললেই চলে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, জঙ্গলমহলে আরএসএসের ৫০ বছরের একটা ইতিহাস রয়েছে। সে কারণেই দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভা নির্বাচন জেতে। আর এই কারণেই আজকের জনসভায় লোক ছিল উল্লেখযোগ্য ভাবে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *