সাথী দাস, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: “মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারাতে ধর্ষিতা রাধারানী আড়িই
যথেষ্ট।” আজ পুরুলিয়ার জয়পুরের আরবিবি হাইস্কুল ময়দানে এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের ঘোষণাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
এদিন বক্তব্যের আগাগোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে তোপ দাগেন তিনি। তৃণমূল দলকে কটাক্ষ করে তিনি বলেন,”তৃণমূল মানেই এনামুল”। পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহলে কুড়মি সাম্প্রদায়ভুক্তদের কাছে পেতে তৃণমূল সরকারের কঠোর ভাবে সমালোচনা করেন শুভেন্দু। এদিন কুড়মি বোর্ডের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যাদের সমাজের কোনও সংগঠন নেই তাদের ওই বোর্ডের মাথার উপর বসিয়েছে তৃণমূল। বোর্ডের নামে ১০ কোটি টাকা উধাও হয়েছে। এই হচ্ছে এদের বাস্তব জ্ঞান।”
নন্দীগ্রামে বিধানসভা ভোটে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি যদি বলে আমিই নন্দীগ্রামে লড়ব। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য কি বিখ্যাত লোক দরকার নাকি? মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারাতে রাধারানী আড়িই যথেষ্ট।”
উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, “সাংসদ হিসেবে আমার জমে থাকা ২ লক্ষ ৪১ হাজার টাকা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়ে আসি। আপনারাও ৪৯২ বছর পরে ভগবান পুরুষোত্তম রাম চন্দ্র মহারাজের মন্দির হচ্ছে অযোধ্যায়। এতে সবার অংশগ্রহন ও ভাগিদারী দরকার। তাই, মন্দির নির্মাণ কল্পে প্রত্যেকে ১০ টাকা করে দান করুন।”