মমতার চ্যালেঞ্জ গ্রহণ, নন্দীগ্রামে তাঁকে ৫০ হাজার ভোটে পরাজিত করার কথা বললেন শুভেন্দু অধিকারী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ জানুয়ারি:
মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ৫০ হাজার ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করার চ্যালেঞ্জ নিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত রাসবিহারীতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনাকে ৫০ হাজার ভোটে পরাজিত করব। যদি না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। শুভেন্দু অধিকারীর মুখে এমন হুঁঙ্কার শুনে হাততালি দিচ্ছিলেন বিজেপির নিচুতলার কর্মীরা।

প্রসঙ্গত, নন্দীগ্রামে সোমবার জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভাতে তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তিনি লড়াই করবেন। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে থেকে একটি মিছিল বের করে রাজ্য বিজেপি। যে মিছিলে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। মিছিল শুরুর সময় বিজেপি কর্মীরা জেনে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে লড়াই করবেন মমতা। এরপরই শুভেন্দু অধিকারীর মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করার কথা শুনতে
চাইছিলেন বিজেপি কর্মীরা। রাজবিহারীর সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার ছাড়লেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।

দক্ষিণ কলকাতার মিছিল অবশ্য এদিন ছিল উত্তেজনায় ভরা। শুভেন্দু অধিকারীদের মিছিল টালিগঞ্জ ফাঁড়ির সামনে আসতেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ, একটি বহুতল থেকে তাদের মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *