কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৭ ডিসেম্বর: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করবেন তিনি। কলকাতার পুর নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেবেন তিনি।

কলকাতার পুরনির্বাচনে বিজেপি প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছে। কিন্তুু তাদের সেই দাবি এখনও মানেনি রাজ্য নির্বাচন কমিশন। পুর নির্বাচনে সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেছে কমিশন। এখানেই বিরোধী দলনেতার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে লুঠ হতে পারে। বিগত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ ভোট লুট দেখেছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা এই দাবি করছি। পাশাপাশি কমিশনকে সমস্ত বুথে বিবি প্যাডের দাবি জানাব। কারন তৃণমূল লোকসভায় সমস্ত বুথে ভিভি প্যাডের দাবি জানিয়েছিল। তাহলে কলকাতার পুর নির্বাচনে কেন ব্যতিক্রম হবে? আসলে তৃণমূল সব দিক থেকে লুঠের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, ভোট লুঠ আটকাতে আমরা কমিশনে যাচ্ছি। কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করা। কমিশন সেই কাজে ব্যর্থ হলে তারপর আাদালতে যাওয়ার হুমকি দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *