অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর: কালী পুজোর উদ্বোধন করতে গোপীবল্লভপুর আসছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানাতে প্রস্তুত তার অনুগামীরা।
শনিবার বিকেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে আসছেন পরিবহন সেচ ও জল সম্পদের মন্তী শুভেন্দু অধিকারী। গোপীবল্লভপুরের ফাইভ রাইফেলে ফ্রেণ্ডস ক্লাব যাত্রা ময়দান কালী পুজো কমিটির পুজো উদ্বোধন করার পাশাপাশি ১৫০০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেবেন। তাই মন্ত্রী শুভেন্দু অধিকারী কে স্বাগত জানাতে গোপীবল্লভপুর ২নং ব্লকের ফেঁকো চক থেকে গোপীবল্লভপুর পর্যন্ত ব্যানার লাগালেন তার অনুগামীরা। তবে সেই সকল ব্যানারে তৃণমূলের কোনও প্রতীক দেখা যায়নি।