তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০তম প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে শুভেন্দু অধিকারী

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০তম প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও ও চারটি ছবি-সহ তিনি লিখেছেন, “ঐতিহাসিক তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০তম প্রতিষ্ঠা দিবস পালনে জনগণের অংশগ্রহণে আমি অভিভূত। এটি শোভাযাত্রাকে পরিণত করেছে। ভারত স্বাধীনতা লাভের আগে, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক, পশ্চিমবঙ্গে একটি স্বাধীন সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সতীশ চন্দ্র সামন্ত, সুশীল কুমার ধারা, অজয় ​​মুখার্জি সরকারকে নেতৃত্ব দিয়েছিলেন যাঁরা থানা, সামরিক বিভাগ, আদালত এমনকি রাজস্ব আদায়ের জন্য একটি ব্যবস্থা স্থাপন করেছিল। এটি ১৯৪২-এর ১৭ ডিসেম্বর থেকে ১৯৪৪-এর ৮ আগস্ট পর্যন্ত কাজ করে এবং মহাত্মা গান্ধীর নির্দেশে বিলুপ্ত হয়ে যায়।”

প্রসঙ্গত, ১৯৪৩ সালের জুন মাসে গ্রেফতার বরণের আগে পর্যন্ত সতীশচন্দ্র এই সরকার পরিচালনা করেছিলেন। ১৯৪৪ সাল পর্যন্ত সফলভাবে কাজ করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় ত্রাণকার্যও চালায় এই জাতীয় সরকার। তাম্রলিপ্ত এলাকার অনেক জাতীয়তাবাদী ধনী ব্যক্তি সেইসময় এই সরকারের বৈপ্লবিক কাজের জন্য অর্থপ্রদান করে ছিলেন। সাধারণ ব্যবসায়ী থেকে গ্রামের জমিদার সকলেই সাধ্যমতন অর্থ
জুগিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *