বাড়ির সামনে মাইক বাজিয়ে বয়স্ক বাবা-মা’কে বিরক্ত করার অভিযোগ শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ২০ ডিসেম্বর: বাড়ির সামনে লাউড স্পিকার বাজিয়ে তৃণমূল নোংরা সংস্কৃতির পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগের প্রমাণ হিসাবে একটি ভিডিও যুক্ত করে রাজ্য পুলিশের ডিজি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে পাঠিয়েছেন শুভেন্দুবাবু।

সোমবার দুপুরে তিনি টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের লোকেরা, দয়া করে তৃণমূলের নোংরা সংস্কৃতির দিকে তাকান। গতকাল তারা হাজার হাজার পুলিশ কর্মী দিয়ে তাদের সর্বশক্তি দিয়ে আমাকে থামাতে পারেনি। তাই আজ তারা আরও নিচে নেমে গেছে। কোনও অনুমোদন ও শালীনতা ছাড়াই আমার বাসভবনের সামনে লাউডস্পিকারে গান বাজাচ্ছে।

আমার ব্যস্ত সময়সূচি আমাকে বাড়িতে থাকতে দেয় না, কিন্তু আমার ৮৩ বছর বয়সী বাবা শিশির অধিকারী এবং ৭৪ বছর বয়সী অসুস্থ মা এই উপদ্রবের লক্ষ্য হয়ে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সচেতন মানুষ আপনার বিবেক বিচার করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *