অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর: দল পরিবর্তনের পর প্রথম জঙ্গলমহলে পা রাখলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন লোধাশুলি থেকে বিজেপি কর্মী সমর্থক এবং শুভেন্দু অনুগামীরা বাইক মিছিল করে তাকে ঝাড়গ্রামে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় পর্যন্ত নিয়ে আসেন। মূলত জেলা কার্য কর্তাদের সঙ্গে পরিচয় করার জন্যই আজ ঝাড়গ্রামে এসেছেন শুভেন্দু অধিকারী।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, জঙ্গলমহলের সিট জেতানোর জন্য তাকে আসতে হবে না। তার জন্য জেলা সভাপতি সুখময় সৎপতি যথেষ্ট। জঙ্গলমহলের ভোট বাড়ানোর জন্য তিনি এসেছেন। পঞ্চায়েত ভোটে কারচুপি করে তৃণমূল জিতেছে। আগামী ৭ তারিখে নন্দীগ্রাম মিটিং প্রসঙ্গে তিনি বলেন, এটা তৃণমূল কোম্পানির সিদ্ধান্ত সেই কোম্পানির কোনও বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। একুশ বছর ধরে লজ্জা নিয়ে এই দলে কেন ছিলেন প্রশ্নে তিনি বলেন, সংবিধানের নিয়ম মেনেই এই দল ছেড়েছেন এবং এখন অন্য দল করছেন।
নেতাই দিবস সম্পর্ক শুভেন্দু অধিকারী বলেন, নেতাই আন্দলনে এসে ফুলকুমারী মাইতি, অরূপ সেন, সৌরভ গড়াই, শ্যামানন্দ গড়াই, সরস্বতী গড়াই, মিতালী আদক এদের লাশ আমি নিজে হাতে তুলেছিলাম। আর নেতাইতে যে শহিদ বেদিটা আছে সেটা তার নিজের হাতে বানানো। তাই তিনি যে দলেই থাকুন না কেন নেতাই দিবসের দিন তিনি নেতাইতে থাকবেন।