উত্তরাখণ্ডে মহিষাদলের তিন নিখোঁজের পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি : মহিষাদলের তিনজন শ্রমিক উত্তরাখন্ডে তুষার ধ্বসে নিখোঁজ। এই নিখোঁজ তিন শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। এই তিন নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তাদের পরিবারের সদস্যদের বিমানে উত্তরাখন্ড যাওয়ার ব্যবস্থা করল তমলুক সাংগঠনিক জেলা বিজেপি। বিমানের টিকিটের ব্যবস্থা করে দেন শুভেন্দু অধিকারী। আজ সকালে তারা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েকের কাছ থেকে বিমানের টিকিট সংগ্রহ করে কলকাতা বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১টা ৪৫ -এর বিমানে কলকাতা থেকে পাড়ি দেন উত্তরাখন্ডের উদ্দেশ্যে। দেরদুন এয়ারপোর্টে নেমে সেখানেও পরিবারগুলিকে সাহায্য করবে বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, উত্তরাখন্ডে পাহাড়ের মাথায় ভয়াবহ তুষার ধ্বসে যে মারাত্মক হড়পা বান এসেছিল সেই সময়ই ঋষিগঙ্গা পাওয়ার প্রোজেক্টে কর্মরত পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ৩ যুবকও নিখোঁজ হয়ে যায়। মহিষাদল থানার লক্ষ্যা গ্রামের বাসিন্দা লালু জানা (৩০) ও তাঁর ভাই বুলু জানা (২৯) এবং চকদ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ গুড়িয়া (২৭)। রবিবার যে সময় দুর্ঘটনা ঘটে সেই সময় এই ৩ জন পাওয়ার প্রোজেক্টের ভেতর কাজ করছিল। উদ্ধারকাজ চলছে কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তাদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি, তাই উদ্বিগ্ন পরিবার গেলেন উত্তরাখণ্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *