কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম মমতা বেগম বললেন শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী খড়্গপুরে একটি সভা করেছে। সেই সভায় লোক হয়নি বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, গতকাল খড়্গপুরের মানুষ তোলাবাজ ভাইপো ও মমতা বেগমকে বুঝিয়ে দিয়েছেন তারা তোলাবাজ সরকারের সঙ্গে নেই। আজ খড়্গপুর শহরে বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় সমর্থনে প্রচার করতে এসে গোল বাজারের একটি সভায় এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে একটি রোড’শো করেন শুভেন্দু অধিকারী।
রোড’শোর পর নির্বাচনী সভার শুরুতেই তৃণমূল প্রার্থীর টাকাপয়সা এবং সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু বলেন, বিধানসভা উপনির্বাচনে জিতে আসার পর কত টাকা সম্পত্তি করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার? তিনি এখানেই থামেননি তাঁর অভিযোগ, খড়্গপুরের চৌরঙ্গির কাছে প্রদীপ সরকার কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। কোথা থেকে এসেছে এই টাকা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকেই নন্দীগ্রামে প্রচার শুরু করেছেন, আর শুভেন্দু অধিকারী অন্য জেলায় গিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। খড়্গপুরে সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। তিনি বলেন, উন্নয়নে বাধা হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট। মোদীজি সংকল্প করেছেন, ক্ষমতায় এলে তোলাবাজি সিন্ডিকেটরাজ শেষ করবেন। এর পরেই মুখ্যমন্ত্রীকে মমতা বেগম বলে সম্বোধন করে বলেন, তোলাবাজ ভাইপো ও মমতা বেগমকে কাল খড়্গপুরের মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা তাঁদের পাশে নেই। দু’হাজার পুলিশ, হেলিকপ্টার ছাড়া মাত্র ১২০০ লেক মুখ্যমন্ত্রীর সভায় এসেছিলেন। ধন্যবাদ জানাই খড়্গপুরের মানুষকে, তাঁরা বুঝিয়ে দিয়েছেন তোলাবাজ সরকারের সঙ্গে তাঁরা নেই। শুভেন্দু বলেন, মোদীজিকে দেখেই ভোট দিন। ওই দিল্লি সরকার, আর এখানে বিজেপির সরকার থাকবে– ডাবল ইঞ্জিনে ডাবল সরকার দৌড়বে, যেরকম খড়্গপুর থেকে বিশাখাপত্তনমের মধ্যে ডাবল করিডর করেছে বিজেপি সরকার।

