নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জানুয়ারি:
পুরোহিত ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে পুরোহিত ভাতা নিয়ে রাজ্যের সমালোচনা করলেন তিনি। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী বলেন, ইমাম সাহেবরা ধর্ম করলেই ভাতা পাচ্ছেন। অথচ পুরোহিতরা ধর্ম করলে ভাতা পাবেন না। তাদের বিভিন্ন সরকারি কাজের প্রচার করতে হবে, এমনটাই বলছে রাজ্য সরকারের নির্দেশিকা। এমনকি কোনও পুরোহিত কোনও সামাজিক সুবিধা সরকারের কাছ থেকে নিলে পুরোহিত ভাতার আওতায় আসবেন না।
পুরোহিতদের নিয়ে সরকার দ্বিচারিতা করছে। আমি বলছি, আমাদের সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে পুরোহিতরা যোগ্য সম্মান পাবেন। রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের সম্মেলনে আজ যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনিও বিধানসভা থেকে বিধায়কের পদ থেকে পদত্যাগ করে সোজা এই সভাতে হাজির হয়েছিলেন।