কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মে: দেবকে ঢপবাজ বলে কটাক্ষ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভেন্দু অধিকারী।
বেলতলা থেকে গৌরা পর্যন্ত বিজেপির র্যালিতে শুভেন্দু অধিকারী রাজ্য সরকার এবং দেবের সমালোচনা করেন।
তিনি বলেন, দেব মিথ্যেবাদী। সংসদে ১০ বছরে তিনি যাননি এবং একটিও প্রশ্ন করেননি। ভোটের সময় তিনি আসেন হাত নেড়ে চলে যান। বাকি সময়, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দেবকে তিনি ডুমুরের ফুল বলে কটাক্ষ করেন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব মিথ্যা কথা বলছেন বলে বলেন শুভেন্দু বলেন। পদ্মফুলে ভোট দিয়ে দেবকে বাই বাই করার আহ্বান জানান তিনি।
শিক্ষা দপ্তর জেলে এবং রাজ্য সরকারের অর্ধেক মন্ত্রী জেলে আছেন বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন। যথারীতি তৃণমূল এবং দেবকে চোর বলে উল্লেখ করেন তিনি। সন্দেশখালিতে মা বোনেদের ওপর শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা বলে হার্মাদ বাহিনীকে উৎখাত করার স্লোগান দিয়ে পদ্মফুলকে ভোট দেওয়ার কথা বলেন।
এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়, ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট, জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্য নেতৃত্ব।