নীল বনিক, আমাদের ভারত, ২ ডিসেম্বর: ফের তৃণমূলের ফিরছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তার সঙ্গে দলে ফিরতে চান বিধায়ক সুনীল সিং ও দুলাল বর। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই উত্তরচব্বিশ পরগনা জেলার তিন বিজেপি বিধায়কে ঘর ওয়াপসি করাতে পারে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন বিজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। একই পথে হেঁটেছিলেন নোয়াপাড়ার সুনীল সিং ও বাগদার বিধায়ক দুলাল বর। দলছুট হয়ে বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন তৃণমূলের প্রাক্তন তিন বিধায়ক বলে সূত্রের খবর।
বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন শুভ্রাংশু রায়, সুনীল সিং এবং দুলাল বর। তবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষ তাদের জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজে সিদ্ধান্ত নেবেন। সূত্র বলছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বিজেপি থেকে তৃণমূলের ফিরতে পারেন তারা। যদিও বিধানসভায় বিজেপির তিন বিধায়ক এইকথা অস্বীকার করেছেন।