আমাদের ভারত, মেদিনীপুর, ১ এপ্রিল: জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের জেলাগুলির প্রায় এক লক্ষ মানুষের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন শুভেন্দু অধিকারী। তাঁর উদ্যোগে বুধবার ভোর থেকে খাদ্য সামগ্রী বোঝাই লরিগুলি তমলুক থেকে রওনা দেয় জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দেশজুড়ে লকডাউন জারি থাকায় এই সমস্ত জেলা গুলির প্রায় এক লক্ষ আদিবাসী ও প্রান্তিক মানুষদের জন্য চাল, ডাল, আলু, সবজি ইত্যাদি খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন পরিবহনমন্ত্রী। বুধবার ভোর থেকে খাদ্যদ্রব্য বোঝাই লরিগুলি জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের জেলাগুলির উদ্দেশ্যে রওনা দেয়। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, লকডাউনের ফলে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষেরা খাদ্য সামগ্রী সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন, তাদের সহযোগিতা করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।