আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মার্চ:
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি ষাট লক্ষ টাকা দিলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কোটি টাকা দিয়েছিলেন। কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ না পাওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা প্রতিরোধের জন্য একটি পৃথক তহবিল গঠন করেন এবং সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাধ্যমত সাহায্য করার আর্জি জানান। রাজ্যের বাম বিধায়করা মুখ্যমন্ত্রীর তহবিলে সর্বপ্রথম দশ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর রাজ্যের অন্যান্য সংসদ ও বিধায়কদের পাশাপাশি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কোটি টাকা দেন। শুক্রবার সেই অঙ্ক ছাড়িয়ে গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে তিনটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান সেই তিনটি ব্যাংকের সাহায্যে ও নিজের বেতন থেকে তিনি সর্বমোট এক কোটি ষাট লক্ষ টাকা দিয়েছেন। বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং কন্টাই কার্ড ব্যাংক তাদের লভ্যাংশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে মোট দেড় কোটি টাকা দিয়েছে। এই দেড় কোটি টাকার সঙ্গে শুভেন্দু অধিকারী নিজের বেতন থেকে থেকে দশ লক্ষ টাকা দেন। অর্থাৎ সর্বমোট এক কোটি ষাট লক্ষ টাকা তিনি মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিয়েছেন।