আমাদের ভারত, হুগলী, ১০ জুন: ট্রেন বন্ধ, তাই সড়ক পথের পর এবার জলপথেও জুড়ল, হুগলী থেকে কলকাতা। শ্রীরামপুর থেকে ফেয়ারলি পর্যন্ত লঞ্চ পরিষেবা শুরু হল আজ থোকে। শ্রীরামপুর ফেরিঘাটে এই পরিষেবার সূচনা করেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক অমিয় মুখোপাধ্যায়।
রিষড়া, কোন্নগর, বাগবাজার হয়ে এই লঞ্চ ফেয়ারলিতে পৌছবে। সকালে একটি লঞ্চ শ্রীরামপুর থেকে ফেয়ারলি যাবে আবার একইভাবে বিকালে একটি লঞ্চ শ্রীরামপুরে ফিরবে। একদিকে যাবার জন্য ৪৬ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এই পরিষেবা পেয়ে খুশি যাত্রীরাও। যদিও লঞ্চে যাত্রী সংখ্যা অনেক বেশী। তার ফলে সামাজিক দূরত্ব কতটা মানা হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।