“বাংলাকে নিজের বাড়ি করে আমাদের গর্বিত করেছিলেন” রশিদ খানকে শ্রদ্ধা মমতার

আমাদের ভারত, ৯ জানুয়ারি: রশিদ খানের প্রয়াণে শোকবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সময়কালের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা প্রবক্তা ওস্তাদ রশিদ খানের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সঙ্গীত সৃষ্টিতে অতুলনীয় প্রতিভার অধিকারী একজন অত্যন্ত সম্মানিত কণ্ঠশিল্পী, তিনি এখানে বসতি স্থাপন করে এবং বাংলাকে নিজের বাড়ি করে আমাদের গর্বিত করেছিলেন।

তিনি এবং তাঁর স্ত্রী সোমা, ছেলে আরমান এবং পুরো পরিবার আমাদের কাছাকাছি ছিলেন এবং জীবনের শেষ যাত্রায় উস্তাদদের পাশে থাকার অনুমতি দিয়েছিলেন। ওস্তাদ রশিদ খান আমাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘বঙ্গ বিভূষণ’ এবং আমাদের ‘সঙ্গীত মহাসম্মান’ও পেয়েছেন।

তিনি উপদেষ্টা ক্ষমতায় আমাদের রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সাথে যুক্ত ছিলেন। সোমা, আরমান খান এবং ওস্তাদের পুরো পরিবারের পাশাপাশি সমগ্র বিশ্বে রেখে যাওয়া তাঁর অগণিত ছাত্র এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। ওস্তাদ রশিদ খান সত্যিকার অর্থেই একজন বিশ্ববিখ্যাত ধ্রুপদী ভারতীয় কণ্ঠশিল্পী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *