জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: ঘাটালের দাসপুরে প্লাবিত এলাকার মানুষদের পাশে দাঁড়াল মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশন। লকডাউনের প্রভাবে এমনিতেই সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ। তার উপর বন্যা পরিস্থিতে সমস্যা আরও প্রকট হয়েছে প্লাবিত এলাকার মানুষদের।

এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে দাসপুর দু’নম্বর ব্লকের রূপনারায়ণ নদের তীরবর্তী খেপুত এলাকার বাসিন্দাদের হাতে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত, ফাউন্ডেশনের কর্ণধার গোপাল সাহা এবং প্রসেনজিৎ মল্লিক, রঞ্জিত দাস, সৌভিক সাউ, সুস্মিতা পাল, সঞ্জিত দাস, সোমনাথ দত্ত, সঞ্জয় দাস, নন্দিতা দে প্রমুখ সদস্যরা।


