স্কুল খোলায় প্রধান শিক্ষককে শোকজ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ আগস্ট:
স্কুল খোলার সরকারি নির্দেশ না পেয়েও স্কুল খোলায়  প্রধান শিক্ষককে শোকজ করার পাশাপাশি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হল। বুধবার দাসপুরের হাট সরবেড়িয়া বিসি রায় বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হওয়ায় জেলা তথা রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়। এরপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠিয়ে বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর আজ বৃহস্পতিবার বিদ্যালয় আর খোলেনি। নির্দেশ পাওয়ার পর রাতেই হোয়াটসঅ্যাপ মেসেজ করে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় বন্ধের কথা জানিয়ে দেন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক।
 
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বৃন্দাবন বাবু বলেন, দশম শ্রেণির ছাত্রছাত্রীদের কথা ভেবেই স্কুল পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করার পর সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে তাদের পঠন-পাঠন শুরু করা হয়েছিল। বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের অনুরোধেই শুধুমাত্র দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিংয়ের মতো করে ক্লাস শুরু হয়েছিল। বিদ্যালয়ের সমস্ত শ্রেণির পঠন-পাঠন শুরু হয়নি। সরকারি নির্দেশ পাওয়ার পর ভুল মেনে নিয়ে কোচিং ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *