নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ ফেব্রুয়ারি:
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে তৃণমূল ভাঙনের বার্তা দিলেন শোভন চট্টোপাধ্যায়। ধাপে ধাপে কয়েকদিনের মধ্যেই বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করবেন। সোমবার কলকাতায় বিজেপির হেস্টিংস অফিসে এই কথা বলেন তিনি।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা থেকে তৃণমূল বিধায়ক দীপক হালদার আজ দল ছেড়েছেন। সেই প্রশ্নে সুমন চট্টোপাধ্যায় জানান অনেকেই দক্ষিণ ২৪ পরগনায় দল ছাড়ার জন্য তৈরি রয়েছেন। সবাই বিজেপির শরিক হতে চাইছেন। সম্মান পাওয়ার জন্যই সবাই দলে আসছেন। কেউ বিধায়ক বা চেয়ারম্যান হওয়ার জন্য দলে আসছেন না। তৃণমূল কংগ্রেসে বিগত ১০ বছর ধরে যারা সম্মান পাননি তারাই দল ছাড়ছেন।
এরপরই সাংবাদিকদের কৌসুলি বার্তা দিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, ধাপে ধাপে অনেকেই দল ছাড়বেন। আপনারা সময় হলে সবটাই দেখতে পাবেন বলে জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র।