রাজ্য বিজেপির নতুন কমিটিতে রাখা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার রাজ্য কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন তিনি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমোদন পাবার পর ঘোষণা হয় ২০২১- এর বিধানসভার লড়াইয়ের জন্য বিজেপির রাজ্য কমিটির নতুন টিম। নতুন টিমে কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকে রাখা হয়েছে।

২০১৯ সালের ১৪ আগস্ট রাজ্য বিজেপিতে যোগদান করার পর তাকে আর বিজেপির পতাকার নীচে দেখা যায়নি। যোগদান করার পর বিজেপিতে অামন্ত্রিত সদস্য ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখি ব্যানার্জি। এদিন শোভন চ্যাটার্জিকে রাজ্য বিজেপির কর্মসমিতিতে রাখা হয়েছে। কয়েকদিন আগেই শোভন চ্যাটার্জি নিজে জানিয়েছিলেন আমি বিজেপিতেই রয়েছি। এখনও দল থেকে পদত্যাগ করিনি। ভবিষ্যৎ নিয়ে অবশ্য মুখ খোলেননি কলকাতার প্রাক্তন মেয়র। তাকে ধরে রাখতে অবশ্য সবরকম চেষ্টা চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অক্টোবর মাসের শেষের দিকে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বাংলার সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন। তারপরেই শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন আমি বিজেপিতেই রয়েছি। তার ঘোষণার কয়েকদিন পরেই ঘোষিত হল রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। সেই কমিটিতে নাম রয়েছে বেহালা পূর্বের বিধায়কের। বড় অঘটনা না ঘটলে শোভনের বিজেপিতে সক্রিয় হওয়া এখন সময়ের অপেক্ষা বলে দাবি করছেন বিজেপির একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *