নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি:
দল ছাড়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন শোভন চট্টোপাধ্যায়। তিন বছর পর মঙ্গলবার বেহালায় পা রাখলেন কলকাতার প্রাক্তন মেয়র। আর সেখানেই দল ছাড়ার জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন তিনি।
আজ বেহালাতে এক জনসভা থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রথমে আমাকে দলে কোণঠাসা করা হয়েছিল। তারপর আমার পরিবারকে কোণঠাসা করা হয়। সেই সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন বৈশাখী ব্যানার্জি। আমাকে অপদস্থ করতেই বারবার বৈশাখী ব্যানার্জির উপর আক্রমণ করেছে তৃণমূল। আমি মেয়রপদ, মন্ত্রীত্ব সব কিছুই ছেড়েছি। ছাড়িনি বৈশাখী ব্যানার্জিকে। কারণ বৈশাখী ব্যানার্জি আমার অসময়ের বন্ধু। আমার জন্য যে পায়ের পাতা ডুবিয়েছে, তার জন্য আমি নাক পর্যন্ত ডুবাতে রাজি। অসময়ের বন্ধুকে কখনই আমি ভুলতে পারি না। আর ভুলবো না বলেও জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
এরপরই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন কলকাতার প্রাক্তন মেয়র। তিনি বলেন তিন বছর বাদে বেহালাতে পা রেখেছি। বেহালার মানুষ আমার সঙ্গেই আছে। ভবিষ্যতে তৃণমূলের নেতারা তা দেখতে পাবেন বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।