সন্ধ্যা রাতে চলল গুলি, আতঙ্ক মেদিনীপুর শহরে

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ আগস্ট: সন্ধ্যা রাতে গুলি চললো মেদিনীপুর শহরেl মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লো শহর জুড়েl ঘটনাটি ঘটেছে শহরের মহতাবপুর এলাকার পদ্মাবতী শ্মশান ঘাটের সামনেl

শ্মশানে সৎকারের কাজে যাওয়া শববাহী দলের এক সদস্য দুষ্কৃতীদের নিশানায় ছিল বলে খবরl প্রত্যক্ষদর্শী দোকানদাররা জানান, রাত সাড়ে আটটা নাগাদ দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী শ্মশান ঘাটে এসে এক ব্যক্তির নামে হুমকি দিতে থাকেl একটু পরেই রাজ্য সড়কে একজনকে শ্মশান ঘাট থেকে ডেকে এনে বুকে বন্দুক ঠেকিয়ে দেয় দুষ্কৃতীরাl কিন্তু গুলি করার আগেই একটি যাত্রীবাহী বাস সেখানে চলে আসে। সেই সুযোগে দুষ্কৃতীদের ধাক্কা মেরে ওই ব্যক্তি শ্মশানের ভেতরে ঢুকে যায়l এইসময় শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরাl পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনীl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *