রাতের মেদিনীপুর শহরে গুলি, জখম এক ছাত্র

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ আগস্ট:
ফের রাতের মেদনীপুর শহরে চলল গুলি। গুলিতে আহত হয়েছে এক ছাত্র। মেদিনীপুর শহরের বটতলা চক এলাকার হর্ষণদিঘির পাড়ে সোমবার রাতে দুষ্কৃতীরা গুলি চালায়। হর্ষণদিঘির পাড়ের স্কুল মাঠে তখন অনেকের আড্ডা দেওয়ার সময় অন্ধকার থেকে ছুটে আসে গুলি। গুলি লাগে নবম শ্রেণির ছাত্র শুভ বেরার ডান দিকের কাঁধে। গুলি চলতেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় স্কুল মাঠ। স্থানীয় একজন গুলিতে জখম ছাত্রটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। 

রাতের অন্ধকারে দিঘির পাড়ে কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন। মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ রাতেই ঘটনার তল্লাশি শুরু করেছে। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।জানাগেছে, গত এক বছরে মেদনীপুর শহরে বেশ কয়েকবার গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *