সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগস্ট: উত্তোলনের কিছু পর খুঁটি সহ পড়ে যায় পতাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার হুড়া ব্লকের মাগুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্বাধীনতা দিবস উপলক্ষে পঞ্চায়েত অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয়েছিল। তার পর সবাই বাড়ি ফিরে যান। তার পরই খুঁটি সহ পতাকা কাত হয়ে পড়ে পাশের চালায় আটকে যায়। ঘন্টার পর ঘন্টা পাশের চালে হেলে পড়ে থাকতে দেখে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সোচ্চার হোন এলাকাবাসী। স্থানীয় বিজেপি নেতা প্রদীপ মাহাতো জানান, “দায় এড়াতে পঞ্চায়েত অফিসে পতাকা উত্তোলন করা হয়, এটা আজ প্রমাণ হয়ে গেল।” এই নিয়ে সরব হন বিজেপি জেলা সম্পাদক তথা স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম আনসারী। তিনি বলেন, “দেশের পতাকা পতাকাকে যারা সম্মান দিতে পারে না তারা কীভাবে পঞ্চায়েত চালাবে।”
পঞ্চায়েত প্রধান সুদর্শন মাহাতো বলেন, “স্থায়ী কোনো বেদি না থাকায় টিনের মধ্যে বালি ভরে তাতে খুঁটি দিয়ে পতাকা উত্তোলন করেছিলাম। জোরে হাওয়াতে কোনওরকমে তা পড়ে যায়। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে মর্যাদার সঙ্গে খুঁটি সহ পতাকা ফের রাখি। আমরা ইচ্ছে করে এই কাজ করিনি। জাতীয় পতাকাকে অসম্মান করিনি।”