কুমারেশ রায়, আমাদের, ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: দাসপুরে আবার হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল পাকা দোকানঘর। একমাস আগেই পলাশপাই খালে একটি ৪ তলা পাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকে চকসুলতানের পলাশপাই খালের ওপর অবস্থিত কন্যাশ্রী সেতুর কাছে বুধবার দুপুরে জলের তোড়ে উল্টে যায় একটি পাকা দোকানঘর।
স্থানীয় সূত্রে জানাগেছে, চকসুলতানের বাসিন্দা গণেশ মান্নার দোকানঘরটি একবারে খালের ধারে ছিল। কয়েক দিন আগেই কন্যাশ্রী সেতু কচুরি পানার চাপে ভেঙ্গে পড়ে। তার পরেই ওই এলকার খালের পাড়ে ধসের সৃষ্টি হয়। এবং বুধবার দুপুরে হুড়মুড়িয়ে দোকানঘরটি ভেঙ্গে পড়ে। এখনও খাল পাড়ের বেশ কয়েকটি দোকানঘর ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা।

