নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা: স্বপন দাশগুপ্ত

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী অাইন নিয়ে রাজ্যের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। নাগরিক সংশোধনী আইনের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। নাগরিকত্ব সংশোধনী আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এই নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে বাংলায় যে অগ্নিগর্ভ আন্দোলন শুরু হয়েছে তাঁর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্বপনবাবু বলেন, শরনার্থীরা যাঁরা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথাই বলা হয়েছে আইনে। হিন্দু শরনার্থীদের কেন এতদিন কংগ্রেস নাগরিকত্ব দেয়নি, সেই প্রশ্নও রবিবার প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে তোলেন এই বিজেপি সাংসদ। বাংলার এমন অগ্নিগর্ভ অবস্থার জন্য সরাসরি মমতাকে দায়ী করেন তিনি। রাজ্যে হিংসা চলছে। ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন বলেও অভিযোগ করেন স্বপন দাশগুপ্ত।

এদিনের সাংবাদিক সম্মেলন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, অচিন্ত্য বিশ্বাস মোহিত রায় সহ বিশিষ্টজনেরা। তাঁরা প্রশ্ন তোলেন, কেন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে?

রাজ্যে সিএবি লাগু করতে দেব না বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *