আমাদের ভারত, হাওড়া, ৩১ মার্চ: সোমবার রাত ১ টা নাগাদ হাওড়ার ক্যারি রোড সংলগ্ন পদ্মপুকুর এলাকার একটি ঝুপড়িতে আগুন লাগে। সেই আগুন ধীরে ধীরে ঝুপড়ির আশপাশে থাকা দোকান গুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। প্রত্যক্ষদর্শীদের কথায়, রাত একটা নাগাদ একজন রেল পুলিশ আগুন দেখতে পেয়ে দোকানদারদের ডাকাডাকি করে জানায়। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু দমকল ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রয়াসেও আগুন আয়ত্বে না এলে পরে আরো দুটি দমকলের ইঞ্জিন আসে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকানদারদের কথায়, দোকান গুলির ভেতর সব মিলিয়ে প্রায় কুড়ি লাখ টাকার মাল ছিল। টানা লক ডাউনে এমনিতেই বিশাল ক্ষতি হচ্ছে, তারপর আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় দোকানদাররা কান্নায় ভেঙে পড়েন।