আমাদের ভারত, হাওড়া, ৮ মার্চ: হাওড়ার বাঁকরা নয়াবাজ এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পাঁচটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকরা ও জগাছা থানার পুলিশ। আসে দমকলের দুটি ইঞ্জিন। দু’ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত এগারোটা নাগাদ আগুন লাগে। প্রাথমিক ভাবে অনুমান ওই এলাকায় খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি হত। ওই জায়গা থেকে আগুন লাগে তারপর ছড়িয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যে বেআইনিভাবে খোলা বাজারে কিভাবে তেল বিক্রি হচ্ছে তা পুলিশ জেনেও ব্যবস্থা নেয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।