আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ১৭ ডিসেম্বর: এলাকায় দিনের পর দিন মদ গাঁজার আসর বসাতো বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী বিশাল। আর প্রতিবাদ করার কারণে দুষ্কৃতীরা শুক্রবার সন্ধ্যায় আচমকাই বিশালকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন মাঠে। ঘটনায় ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানার পুলিশ মূল অভিযুক্ত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা ও রাজেশ পান্ডে নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিনের পর দিন রেল কলোনি সংলগ্ন মাঠে মদ, গাঁজার আসর চলত। সৌরিশ ও তার অনুগামীরা এই আসর বসাতো। পাশাপাশি এলাকায় নানা ধরনের অসামাজিক কাজকর্মও চলতো। তারই প্রতিবাদ করতে গেলে ডোঙা ওরফে বুদ্ধদেব চিত্রকর ও সৌরিশ দে সহ বেশ কয়েকজন আচমকাই স্থানীয় তৃণমূল কর্মী বিশালকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পায়ে গুলি লাগে বিশালের। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।