পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ মার্চ: চোপড়ায় তৃণমূলের খুনোখুনির ঘটনা সামনে এনে কেন্দ্রীয় বাহিনীর জোড়ালো দাবি সুকান্তর। শুক্রবার বালুরঘাটে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। সুকান্তর দাবি, নির্বাচন না আসতেই তৃণমূলীরা নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করে দিয়েছেন। নির্বাচনে তাহলে কী করবেন তারা? তাই কোনো মায়ের কোল যাতে খালি না হয়, অথবা কোনো স্ত্রীর সিঁথির সিঁদুর যাতে মুছে না যায়, সেইজন্যই কেন্দ্রীয় বাহিনীর যথার্থ প্রয়োজন রয়েছে পঞ্চায়েত নির্বাচনে।
উল্লেখ্য, নির্বাচনের রণডঙ্কা না বাজলেও তৃণমূলের নেতা কর্মীরা ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে নিজেদের মধ্যে প্রার্থী মনোনয়ন ঠিক করতে শুরু করেছেন। বৃহস্পতিবার যে প্রার্থী মনোনয়ন ঘিরেই রক্তাক্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা। প্রার্থী মনোনয়ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসে তৃণমূল নেতারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। যে ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে দু’জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদিন চোপড়ার সেই রক্তাক্ত ঘটনা সামনে এনে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জোড়ালো দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার বলেন, একবার তৃণমূলের প্রার্থী হতে পারলেই ভোট লুট করবে। আর তারপর চেয়ারে বসে কেন্দ্রের উন্নয়নের টাকা লুটপাট চালাবে। সে কারণেই প্রার্থী হবার জন্য গোলাগুলির ঘটনা তৃণমূলের কাছে স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা চান না কোনো মায়ের কোল খালি হয়ে যাক, বা কোনো স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে যাক। আর সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবার দাবি জানিয়েছেন।

