Shobhan, NKDA, এন কে ডি এ -র চেয়ারম্যান ঘোষণা শোভন চট্টোপাধ্যায়কে, দীর্ঘদিন পর ফের প্রশাসনিক পদে ফিরলেন দিদির ভাই কানন

আমাদের ভারত, ১৭ অক্টোবর: দীর্ঘ দিন পর প্রশাসনিক পদে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। এনকেডিএ (নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি)-র চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপরে এই সিদ্ধান্ত ঘোষণা।

নতুন পদ পাওয়ার খবরে আবেগ আপ্লুত শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমার চোখের সামনে নিউটাউন শহর গড়ে উঠেছে। আমাকে দিদি আজ এই গুরু দায়িত্ব দিয়েছেন। আমি সব রকম ভাবেই দায়িত্ব পালন করব। নিউ টাউন, রাজারহাট কিভাবে আরো ভালো করে গড়ে তোলা যায়, আমি সেটা দেখব। ধন্যবাদ জানানোর ভাষা নেই তাঁকে।

পুরোনো স্মৃতি মনে করে তিনি আমাকে মেয়রের মতো পদে বসিয়েছিলেন। আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি মন দিয়ে। এবারও আরও একটা বড় দায়িত্ব পেলাম। সেটাও চেষ্টা করব আমার সবটুকু দিয়ে পালন করার।

প্রসঙ্গত, দুর্গাপুজোর শেষেই পাহাড় বিপর্যস্ত হয়। পরিস্থিতি খোঁজ নিয়ে দেখতে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে সেই সময় পাহাড়ে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দোপাধ্যায়। সেখানেই বহু সময় পরে কাননের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। গত বুধবার প্রায় দু’ঘণ্টা তাদের আলাপ আলোচনা চলে। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ্যে আনেননি। তবে এই সিদ্ধন্তের খবরে বিষয়টি কিছুটা স্পষ্ট হলো।

এর আগে সেপ্টেম্বরে দুর্গা পুজোর চতুর্থীর দুপুরে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দোপাধ্যায়। সেখানেও দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠক শেষে বেরনোর সময় শোভনের মুখে দেখা গিয়েছিল তৃপ্তি। তৃণমূল কবে ফিরছেন সেই প্রশ্নের উত্তরে শোভন সঙ্গিনী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শোভনের দলে ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। এবার সেটা পুরোপুরি স্পষ্ট হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *