সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ জুলাই: কোভিড বিধি নিষেধের কারণে ভক্তদের জন্য শ্রাবণ মাসেও লহরিয়া শিব মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পরিচালন কমিটি। পুরুলিয়া জেলার শুধু নয় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের মানুষের কাছেও এই মন্দিরের দেবতা খুবই জাগ্রত। অযোধ্যা পাহাড় লাগোয়া ওই মন্দিরের প্রাচীনত্ব আরও বেশী আকর্ষণীয় করে তুলেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে হাজার হাজার পুণ্যার্থীর মন্দিরে সমাগম ঘটে। শিবের মাথায় জল ঢেলে পুজো করেন।

কোভিড পরিস্থিতি ও সরকারি নির্দেশিকা মেনে বাঘমুন্ডি থানার লহরিয়া শিব মন্দির বহিরাগতদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। লহরিয়া শিব মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুধু মাত্র স্থানীয় কয়েকজন পূজারী ভিতরে প্রবেশ করবেন। যদিও পার্শ্ববর্তী গ্রামের ভক্তদের জন্য তা ছাড় দেওয়া হয়েছে। রাখা হচ্ছে স্বেচ্ছা সেবক। তবে পুরোপুরি বহিরাগতদের জন্য ভক্তদের প্রবেশ নিষেধ থাকছে বলে জানালেন লহরিয়া শিব মন্দির কমিটির সম্পাদক সুরেশ চন্দ্র মাহাতো।


