আমাদের ভারত, ২৩ জুন: বিদ্রোহী বিধায়কদের দলে ফিরিয়ে আনতে মরিয়া শিবসেনা। তার জন্য প্রয়োজনে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতেও প্রস্তুত শিবসেনা। হ্যাঁ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দলের নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তবে তার শর্ত ২৪ ঘন্টার মধ্যে বিদ্রোহী বিধায়করা মুম্বাইয়ে ফিরে আসবেন ও উদ্ধব ঠাকরের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন।
বর্তমানে ন্যাশনাল কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন উদ্ধব ঠাকরে। আর উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া একনাথ শিণ্ডে স্পষ্ট জানিয়েছেন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসকে ছেড়ে বিজেপির সঙ্গে জোট করে সরকার চালাক। জানা গেছে, তিনি নাকি উদ্ধব ঠাকরের দেওয়া মুখ্যমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সঞ্জয় রাউত একটি জরুরি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “শিবসেনা মহারাষ্ট্রের জোট সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত। তবে দলের বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে গোয়াহাটি থেকে মুম্বাইতে ফিরে আসতে হবে। বিধায়কদের গোহাটি থেকে যোগাযোগ করা উচিত নয়, তাদের মুম্বাইতে ফিরে আসা উচিত এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সবটা আলোচনা করা উচিত। সমস্ত বিধায়কের ইচ্ছে থাকলে আমরা জোট থেকে প্রস্থান করার বিষয় বিবেচনা করতে প্রস্তুত।” তবে এর জন্য তাদের এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে হবে বলে বলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
বাল ঠাকরে অনুসৃত হিন্দুত্বের প্রধান আদর্শকে ভুলে যাওয়ার অভিযোগ আনা হয়েছে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে। দলের বিধায়ক একনাথ শিণ্ডে জানিয়েছেন, তিনি দল ছাড়তে চান না। তিনি এখনোও বালা সাহেবের হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী।
বর্তমানে গুয়াহাটির হোটেলে শিবসেনার ৩৫ জন এবং ৭ জন নির্দল সহ মহারাষ্ট্রের ৪১ জন বিদ্রোহী বিধায়কের সঙ্গে রয়েছেন শিণ্ডে। নানা ছবি এবং ভিডিওতে শিন্ডে সহ ৪২ জন বিধায়ককে দেখা গেছে। গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে দেখা গেছে তাদের শিণ্ডের সমর্থনে শ্লোগান দিতেও। অন্যদিকে সঞ্জয় রাউত জানিয়েছেন, “গতকাল সরকারি বাংলো ছেড়ে যাওয়া উদ্ধব থাকলে খুব শীঘ্রই ফিরে আসবেন। গুয়াহাটির ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা যখন মুম্বাইতে ফিরবেন তারা আমাদের সঙ্গেই থাকবেন।” একই সঙ্গে তার অভিযোগ শিবসেনার একাধিক বিধায়ককে ইডির নোটিশ ধরানো হয়েছে। আসলে ইডির মাধ্যমে বিজেপি শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে।