পরিবারের আপত্তি সত্ত্বেও মঞ্চে তান্ডবনৃত্য পরিবেশন শিবভক্ত মুসলিম তরুণীর

আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: তিনি মুসলিম তবু তিনি শিবভক্ত। তাই গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, বাঘছাল পরে মঞ্চের উপর তাণ্ডবনৃত্য করছেন। আর মুসলিম তরুণীর সেই তান্ডব দেখে বিস্মিত দর্শকরাও। পরিবারের আপত্তি সত্ত্বেও থেমে যাননি মিশরের রেভা।

রেভা আব্দুল নাসের মিশর থেকে ভারতে পড়াশোনা করতে এসেছেন। আর এখানে এসে শেখ মুসলিম ধর্মের এই তরুণী হয়ে গিয়েছেন শিব ভক্ত। পরিবারের আপত্তি সত্ত্বেও মঞ্চে তাণ্ডবনৃত্য নাচছেন রেভা। মিশরের এই মেয়ে গুজরাটের বড়দা এমএস বিশ্ববিদ্যালয় পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছেন। গত চার বছর ধরে তিনি কথথক নাচেরও প্রশিক্ষণ নিয়েছেন।

এখন রেভা মঞ্চে তান্ডবনৃত্য প্রদর্শন করেন। আন্তর্জাতিক মঞ্চে বহুবার নেচেছেন। ২০২২ সালে আমেদাবাদে ভাইব্রান্ট গুজরাট শিক্ষা সম্মেলনে নেচেছিলেন তিনি। শিবরাত্রি উপলক্ষে তাঁর অনুষ্ঠান মুগ্ধ হয়ে দেখছেন দর্শকরা।

রেভা জানিয়েছেন, শিবের তাণ্ডবনৃত্যের থেকে বড় শিল্প আর কিছু হতে পারে না। মুসলিম হয়েও মঞ্চে তাণ্ডবনৃত্য করাট মোটেও মেনে নিতে পারেননি তাঁর বাবা। বার বার বাধা এসেছে পরিবারের তরফে। কিন্তু রেভাকে তার মা সব সময় সমর্থন করেছেন। তাই তিনি তাঁর শিল্প সকলের সামনে তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *