সর্ষের মধ্যে ভূত রয়েছে সেই ভূত আমাদের ছাড়াতে হবে, বললেন শিউলি সাহা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষাকবচ,” আর ইতিমধ্যেই তা নিয়ে প্রত্যেকটি বিধানসভায় শুরু হয়েছে প্রচার। শুক্রবার সকাল ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর আমনপুর অঞ্চলের নয়াপাড়া গ্রামে বাসুলী মাতার মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী শিউলি সাহা শুরু করলেন “দিদির সুরক্ষাকবচ”কর্মসূচির প্রচার। বাসুলিমাতার মন্দিরে পুজো দিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন তিনি।

এই দিনের কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ তিন নম্বর অঞ্চলের সকল অঞ্চল নেতৃত্ব। এই দিন বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি তাদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেন এবং আগামী দিনে সেইসব অভাব অভিযোগ সমাধানের আশ্বাস দেন শিউলি সাহা।

তবে গতকাল শাকপুরে যেই ঘটনা ঘটেছে তাই নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই এলাকায় যে ঘটনাগুলি ঘটছে এক সময় যারা সিপিএম করত তারা আবার তৃণমূলের ঝান্ডা নিয়ে সিপিএমকে সুযোগ করে দিচ্ছে। এটা আমরা হতে দেব না, অন্যদিকে তৃণমূলেরই এক গোষ্ঠী বারবার অভিযোগ করছে শিউলি সাহা কেশপুর এলাকায় এলেই উত্তপ্ত হচ্ছে কেশপুর সেই বিষয় নিয়ে তিনি বলেন সর্ষের মধ্যে ভূত রয়েছে সেই ভূত আমাদের ছাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *