আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ নভেম্বর : শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বললেন, কে বলল শুভেন্দু অধিকারী চুপ। প্রতিদিনই মিটিং করছেন প্রতিদিনই জনসংযোগ করছেন। বসে থাকার কোনও স্কোপ নেই। শুভেন্দু অধিকারী প্রতীক ছাড়া সভা করছেন, কাজ করছেন। সাংবাদিকের এই কথার উত্তরে শিশির অধিকারী জানিয়েছেন, প্রতীক নেই তাহলে তিনি মন্ত্রী আছেন কি করে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সংসদ সৌমিত্র খাঁ শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেছেন, বিজেপি নতুন দোকান খুলেছে। মাল কি আছে পরের কথা, পচা কি ভাল কি মন্দ। সেই নতুন দোকানের দোকানদার অনেককে ডাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে মাল নেওয়া উচিত। আমরা পরীক্ষা দিয়েছি আমাদের সঙ্গে থাকুন।
আজ তমলুকে জেলা কমিটির ঘোষণা করার জন্য এক সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সেই সভার শেষে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরের কথাগুলো বলেছেন তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী। তবে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে অখিল গিরির মন্তব্য নিয়ে তিনি কোনো উত্তর দিতে চাননি।