সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৫ মে: যশোর রোডে ফের গাছের ডাল ভেঙ্গে পড়ে দুই ব্যক্তির মৃত্যু হল। জাতীয় সড়কের পাশে একশো বছর পুরনো গাছের ডাল ভেঙ্গে গত এক মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসির দাবি। এ বার ঘটনাস্থল গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার।
রবিবার সাত সকালে হঠাৎ কোনও ঝড়-বৃষ্টি ছাড়াই প্রাচীন একটি শিরিষ গাছের ডাল ভেঙ্গে পড়ে তিনটি দোকানের উপরে। ঘটনার পর যশোর রোড সম্প্রসারণের দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে এক দোকানের মুরগী ব্যবসায়ী ও এক ক্রেতার মৃত্যু হয়। মৃত মুরগী ব্যবসায়ীর নাম রতন মণ্ডল (৪৭) ও ক্রেতা শ্রেণাশু বিশ্বাস (৪২)। এছাড়াও দু থেকে তিন জনের চোট লাগে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।
পুলিশ ও স্থনীয় সূত্রের খবর, এদিন সকালে চাঁদপাড়া বিডিও অফিসের পাশে মুরগীর মাংস ব্যবসায়ী রতন মণ্ডল প্রতিদিনের মত দোকান খুলে ছিলেন। সাড়ে ১১টা নাগাদ যশোর রোডের উপরে শিরিষ গাছের একটি বড় ডাল ভেঙ্গে পড়ে । সেই সময় দোকানে তিনি থেকে চার জন ছিলেন। দোকান ঘর ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছেন দুজন। স্থানীয়রা ক্রেনের সাহায্যে আহতদের উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
স্থানীয়রা প্রতিবাদের যশোর রোডের উপর চাঁদপাড়া বিডিও অফিসের সামনে গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করে। তাদের অভিযোগ, বহু জায়গায় এমন শুকনো গাছ বিপদজনক ভাবে দাঁড়িয়ে আছে, প্রশাসনের কোনো দায়িত্ব নেই, বিপদ ঘটে যাওয়ার পরে এ ওর ঘাড়ে দোষ চাপাতে ব্যাস্ত হয়।

