সাথী দাস, পুরুলিয়া, ২ জানুয়ারি: পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। ঘটনা পুরুলিয়া জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে শিমুলিয়া গ্রামের। স্থানীয় বাসিন্দারা অবরোধ শুরু করেন সকাল ন’টা থেকে।
অবরোধের জেরে ব্যস্ততম জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সারি সারি দাঁড়িয়ে পড়ে লরি, বাস সহ অফিস যাত্রীর গাড়ি। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকে গেলে সেগুলি ছেড়ে দেওয়া হয়।

পথ অবরোধকারি মিনা সহিস, জবা রাজোয়ার বলেন, “গ্রামের মাঝ দিয়ে পানীয় জলের পাইপ চলে গেছে। অথচ, আমাদের বোকা বানিয়ে জলের ট্যাপ বসানোর আশ্বাস দিয়েই চলেছে প্রশাসন। পানীয় জলের সমস্যায় জেরবার আমরা। ব্লক, জেলা প্রশাসন সবার কাছে দরবার করেও আশ্বাস পূরণ হয়নি। আজ দেব কাল দেব বলছে। তাই বাধ্য হয়েই পথ অবরোধ করি আমরা।” প্রায় এক ঘন্টা চলার পর টামনা থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

