আমাদের ভারত, ব্যারাকপুর, ১ নভেম্বর: শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন দল বদলের জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীর পদাঙ্ক অনুসরন করে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত স্পষ্ট করে জানিয়ে দিলেন, ২০২১ বিধানসভা ভোটে তিনি আর বিধায়ক পদে দাঁড়াবেন না। তবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।
শীলভদ্র দত্ত এদিন ঠারে ঠোরে সাংবাদিকদের বলেন, প্রশান্ত কিশোরের রাজনৈতিক স্ট্র্যাটেজি বাংলায় অচল, ওই ভাবে ডিজিটাল পদ্ধতিতে বাংলায় রাজনীতি চলে না। প্রশান্ত কিশোরের পদ্ধতি তার ব্যাক্তিগত ভাবে পছন্দ নয়। ব্যারাকপুরে এক অনুষ্ঠান বাড়িতে সাংবাদিক বৈঠক করে এই বিস্ফোরক মন্তব্য করেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।